Publication


 

v  মানুষের গায়ের রঙ বিভিন্ন রকম হয় কেন ?

Ø  মানুষের গায়ের রঙ নির্ভর করে চামড়ায় মেলানিনের উপস্তিতির উপর।চামড়ার মেলানুসাইট নামক এক ধরনের কোষ মেলানিন তৈরী করে। চামড়ায় মেলানিনের পরিমাণ বেশি থাকলে গায়ের রঙ কালো হয় আর মেলানিন কম থাকলে গায়ের রঙ ফর্সা হয়।

v  ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কেন?

Ø  আ্যডরিনালিন হরমোনের কারণে গায়ের লোম খাড়া হয়ে যায়।

v  দাড়ি গোফ গজায় কেন?

Ø  টেসটোস্টেরণ হরমোনের কারণে দাড়ি গোফ গজায়, মেয়েদের এ হরমোন থাকে না বিধায় দাড়ি গোফ গজায় না।

v  দুধ বেশিক্ষণ রেখে দিলে টক হয়ে যায় কেন?

Ø  দুধে ল্যাক্টোজ থাকে । তাপ না দিলে দুধের ব্যাক্টোরিয়া ল্যাক্টোজকে ল্যাকটিক এসিডে পরিণত করে ।ফলে দুধ টক হয়ে যায়।

v  কাচা ফল পাকলে বিভিন্ন বর্ণের হয় কেন?

Ø  প্রচুর ক্লোরোফিল থাকার কারণে ফলের ত্বক প্রথমে সবুজ থাকে । ফল পাকতে শুরু করলে  ক্লোরোফিল তৈরী আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, কিন্তু অন্যান্য উপাদানসমূহ বাড়তে থাকে। যার ফলে সবুজ রঙ পরিবর্তন হয়ে জ্যান্হোফিল বেশি হলে হলুদ , ক্যারোটিন বেশি হলে কমলা, লাইকোপিন বেশি হলে লাল বর্ণের হয়ে যায়।

v  ঘনপাতা বিশিষ্ট গাছের নিচে রাতে ঘুমানো উচিত নয় কেন?

Ø  রাতে সূর্যালোক না থাকায় গাছ অক্সিজেন তৈরী করতে পারে না,কিন্তু শ্বসন চলতে থাকায় কার্বন-ডাই-অক্সাইড  তৈরী হতে পারে। কার্বন-ডাই-অক্সাইড বায়ু অপেক্ষা ভারী হওয়ায় গাছের নিচে জমা হয়,ফলে গাছের নিচে ঘুমন্ত ব্যক্তির অক্সিজেন স্বল্পতা দেখা দিতে পারে। তাই রাতে ঘনপাতা বিশিষ্ট গাছের নিচে ঘুমানো উচিত নয়।

v  কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন?

Ø  প্রস্বেদন কম হওয়ার জন্য। কারণ প্রস্বেদন হলে অর্থাৎ জলীয় বাষ্প বেশী বের হয়ে গেলে গাছ মরে যাবার সম্ভাবনা আছে।

v  গাছের পাতা গরম হয় না কেন?

Ø  গাছের পাতায় প্রস্বেদন(জলীয় বাষ্প বের হয়ে যাওয়া)প্রক্রিয়া চলতে থাকে বিধায় গাছের পাতা গরম হয় না।

v  সাপ কিভাবে শুনতে পায়?

Ø  জিহবার সাহায্যে।

v  মৃত সাগর কি? কেন মানুষ ডুবে না?

Ø  মৃত সাগর জর্ডানে অবস্হিত। এই সাগরের পানির মধ্যে এমন সব লবণ ও অন্যান্য অপদ্রব্য মিশ্রিত আছে যার কারণে পানির ঘনত্ব মানুষের শরীরের ঘনত্বের চেয়ে বেশী,তাই কোন মানুষ ডুবে না ।আমাদের দেশের পুকুর বা জলাশয়ে ভাল ডিম কিংবা জীবিত মানুষ ডুবে যায়,কিন্তু পচা ডিম বা মৃত মানুষ ভেসে থাকে।

v  কচু খেলে গলা চুলকায় কেন?

Ø  কচুর মধ্যে ক্যালসিয়াম অক্সালেট থাকলে গলা চুলকায়।

v  নখ বা চুল কাটলে ব্যাথা লাগে না কেন?

Ø  নখ বা চুল কাটলে ব্যাথা লাগে না কারণ নখ বা চুলে কোন স্নায়ুকোষ থাকে না।

 

No comments:

Post a Comment